Asmani Tor Buke Lyrics | (আসমানি তোর বুকে) | F A Sumon

Asmani Tor Buke Lyrics by F A Sumon :

Asmani Tor Buke Lyrics | (আসমানি তোর বুকে) | F A Sumon


Asmani Tor Buke Song Is Sung by F A Sumon. Music Composed by F A Sumon And Asmani Tor Buker Vetor Lyrics In Bengali Written by Sayed Rahman.


Song : Asmani Tor Buker (আসমানি তোর বুকে)

Singer : F A Sumon

Lyrics : Sayed Rahman

Tune & Music : F A Sumon

Directed by : Nazmus Shadat Nazim

Label : Agniveena


Asmani Tor Buke Song Lyrics In Bengali :


আসমানি তোর বুকের ভেতর

বাঁধতে চায় রে ঘর,

তুই ছাড়া এই জগৎ মাঝে

আর সকলেই পর।


আপন বলতে তোকেই বুঝি

ঘুম জেগে তোকেই খুঁজি,

তোর হাসিতে হাসে আমার হৃদয় অন্তর।

আসমানি তোর বুকের ভেতর

বাঁধতে চায় রে ঘর,

তুই ছাড়া এই জগৎ মাঝে

আর সকলেই পর।


ধরতে বললে জীবন বাজি

এক মুহূর্তে রাজি,

এপার ওপর দুইপারেতে

থাকবো কাছাকাছি।

তোর মনেতে দেবোনা যে

লাগতে ব্যেথার ঝড় ..

আসমানি তোর বুকের ভেতর

বাঁধতে চায় রে ঘর,

তুই ছাড়া এই জগৎ মাঝে

আর সকলেই পর।


জোৎসনা হয়ে আলো ঢেলে

দিবি মনের ঘরে,

তোর আলোতে ব্যেথার আঁধার

যাবে দূরে সরে।

কোনো বাধায় প্রেমের বাঁধন

হয় কি রে নড়বড় ..

আসমানি তোর বুকের ভেতর

বাঁধতে চায় রে ঘর,

তুই ছাড়া এই জগৎ মাঝে

আর সকলেই পর।


আপন বলতে তোকেই বুঝি

ঘুম জেগে তোকেই খুঁজি,

তোর হাসিতে হাসে আমার হৃদয় অন্তর।

আসমানি তোর বুকের ভেতর

বাঁধতে চায় রে ঘর,

তুই ছাড়া এই জগৎ মাঝে

আর সকলেই পর।

Asmani Tor Buke Lyrics | (আসমানি তোর বুকে) | F A Sumon


আসমানি তোর বুকের ভেতর লিরিক্স - এফ এ সুমন :


Asmani tor buker bhetor

Badhte chaay re ghor

Tui chara ei jogot majhe

Aar sokolei por

Apon bolte tokei bujhi

Ghum jege tokei khuji

Tor hasite hase amar hridoy ontor

Ashmani tor buker vetor

Badhte chaay re ghor

Comments

Popular posts from this blog

Kanar Hat Bazar Lyrics | (কানার হাট বাজার) | ft. Baul Shafi Mondol | Bengla Folk Song

Please Theke Jao Lyrics | (প্লিজ থেকে যাও) | Lagnajita Bhattacharya

Pakhi Lyrics ।(পাখি)। Shironamhin । Bengla Band Song