Matir Ango Hoibo Songo Lyrics | (মাটির অঙ্গ হইবো সাঙ্গ) | Andrew Kishore | Bangla Hit Song

Matir Ango Hoibo Songo Lyrics by Andrew Kishore :

Matir Ango Hoibo Songo Lyrics | (মাটির অঙ্গ হইবো সাঙ্গ) | Andrew Kishore | Bangla Hit Song


Matir Ango Hoibo Songo Is Sung by Andrew Kishore. Music Composed by Ali Akbar Rupu And Dipok Das. Ekdin Matir Ongo Hoibo Sango Lyrics In Bengali Written by Anurup Aich.


Song : Matir Ango Hoibo Songo

Singer : Andrew Kishore

Lyrics : Anurup Aich

Tune & Music : Ali Akbar Rupu & Dipok Das

Director : A. Babul

Label : Sangeeta


Matir Ango Hoibo Songo Song Lyrics In Bengali :


একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়

একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়,

সেদিন আসবে সবাই আমার বাড়ি

সেদিন আসবে সবাই আমার বাড়ি

লোক মুখে শুনিয়া,

যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়

একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়।


আমায় ভালোবাসতো যারা

খবর পেয়ে আসবে তারা,

দেখবে সেদিন অশ্রু ছাড়া

ওরে দেখবে সেদিন অশ্রু ছাড়া

কারো মুখে হাসি নাই,

যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়

একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।


কেউবা কাঁদে মনে মনে

আবার কেউবা কাঁদে বিলাপ করে,

কেউবা রবে পাথর হয়ে

ও.. কেউবা রবে পাথর হয়ে

কান্নার ভাষা ভুলিয়া,

যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়

একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।


দু'দিনের এই পৃথিবীতে

কি লাভ হবে স্বার্থে মেতে,

অনুরূপ আইচের মতে

তাই অনুরূপ আইচের মতে

বাঁচরে মন খুলিয়া,

যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়

একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়,

সেদিন আসবে সবাই আমার বাড়ি

ওরে আসবে সবাই আমার বাড়ি

লোক মুখে শুনিয়া,

যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়

একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।

Matir Ango Hoibo Songo Lyrics | (মাটির অঙ্গ হইবো সাঙ্গ) | Andrew Kishore | Bangla Hit Song


মাটির অঙ্গ হইবো সাঙ্গ লিরিক্স - অ্যান্ড্রু কিশোর :


Ekdin Matir Ongo Hoibo Songo

Sedin ashbe sobai amar bari

Lok mukhe shuniya

Amay valobashto jara

Khobor peye ashbe tara

Dekhbe sedin ashru chara

Karo mukhe hasi nai

Kauba kande mone mone

Abar keuba kande bilap kore

Keuba roye pathor hoye

Kannar bhasa bhuliya

Comments

Popular posts from this blog

Kanar Hat Bazar Lyrics | (কানার হাট বাজার) | ft. Baul Shafi Mondol | Bengla Folk Song

Please Theke Jao Lyrics | (প্লিজ থেকে যাও) | Lagnajita Bhattacharya

Pakhi Lyrics ।(পাখি)। Shironamhin । Bengla Band Song