Neel Digante Lyrics (নীল দিগন্তে) - Shreya Ghoshal | Gotro

Neel Digante Lyrics - Shreya Ghoshal

Neel Digante Lyrics (নীল দিগন্তে) - Shreya Ghoshal | Gotro


Neel Digante Song is Sung by Shreya Ghoshal from Gotro Bengali Movie. Neel Digonte Bengali Song Lyrics Music composed by Anindya Chattopadhyay. Directed by Nandita Roy and Shiboprosad Mukherjee. Starring: Nigel Akkara And Manali Dey.


Song: Neel Digante

Singer: Shreya Ghoshal

Composition: Anindya Chattopadhyay

Musical arrangements: Sovon Mukherjee

Mixed and mastered by: Abhijit Roy

Director: Nandita Roy & Shiboprosad Mukherjee

Produced by: Windows Production


Neel Digante Song Lyrics In Bengali :


কিছু স্বপ্ন, কিছু মেঘলা

কিছু বই টই ধুলো লাগা,

কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে

এ বসন্ত রাত জাগা।


মম চিত্তে, পাশ ফিরতে

আজ পলাশ ফুলের কাব্য,

নিতি নৃত্যে, ফুল ছিড়তে

শুধু তোমার কথাই ভাববো।


আজ হাওয়া বেপরোয়া

দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,

এই বিকেল আর বেল ফুল

হৃদ মাঝারে থাক।


নীল দিগন্তে,

ঐ ফুলের আগুন লাগলো, লাগলো

নীল দিগন্তে।

বসন্তে, সৌরভের শিখা জাগলো,

বসন্তে, নীল দিগন্তে।


দিগন্তে সুরের আগুন

জ্বলছে অবুঝ ফাগুন,

করছে কি ভয়-টয়,

মন হলে নয়-ছয়;

পাতা ঝরার মরসুম।


আজ হাওয়া বেপরোয়া

দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,

এই বিকেল আর বেল ফুল,

হৃদ মাঝারে থাক।


নীল দিগন্তে,

ঐ ফুলের আগুন লাগলো, লাগলো

নীল দিগন্তে।

বসন্তে, সৌরভের শিখা জাগলো,

বসন্তে, নীল দিগন্তে।


কিছু স্বপ্ন, কিছু মেঘলা

চোখে চোখ রাখা এক রত্তি,

কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে

মনে ইতিউতি তিন সত্যি।

তার সঙ্গে, বিভঙ্গে

দেখি কি হয়, ভালো মন্দে

কি মৃদঙ্গে, সে তরঙ্গে

এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে।


আজ হাওয়া বেপরোয়া

দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,

এই বিকেল আর বেল ফুল,

হৃদ মাঝারে থাক।


নীল দিগন্তে,

ঐ ফুলের আগুন লাগলো, লাগলো

নীল দিগন্তে।

বসন্তে, সৌরভের শিখা জাগলো,

বসন্তে, নীল দিগন্তে।


Neel Digante Lyrics (নীল দিগন্তে) - Shreya Ghoshal | Gotro


নীল দিগন্তে লিরিক্স - শ্রেয়া ঘোষাল :


Kichu Shopno kichu meghla

Kichu boitoi dhulo laga

Kichu ichhe sara dichche

E bosonto raat jaga

Momo chittey pash phirte

Aaj polash phool er kabbo

Niti nritey phool chirte

Shudhu tomar kothai vabbo

Aaj hawa beporoa

Dilo sondhye pakhir jhak

Ei bikel aar bel phool

Hrid majhare thak

Nil Digante

Oi phool er agun laglo

Laglo Neel Digonte.

Bosonte sourabh er shikha jaglo

Bosonte Nil Digonte

Comments

Popular posts from this blog

Kanar Hat Bazar Lyrics | (কানার হাট বাজার) | ft. Baul Shafi Mondol | Bengla Folk Song

Please Theke Jao Lyrics | (প্লিজ থেকে যাও) | Lagnajita Bhattacharya

Pakhi Lyrics ।(পাখি)। Shironamhin । Bengla Band Song